মানবিকতা আজ কোথায় গিয়ে ঠেকেছে মানুষের? বলতে পারেন? এমনই ঘটনা ঘটেছে বীরভূমের সদাইপুরে। লোভের কাছে মনুষ্যত্ব বিকিয়ে গেছে মানুষের। দূর্ঘটনার খবরে অনেক লোক জড়ো হয়, তারপরই ঘটে এমন পৈশাচিত দৃশ্য।
দূর্ঘটনায় গুরুতর জখম হয়ে যন্ত্রনায় কাতরাচ্ছেন লরির চালক আর খরর পেয়ে আসা গ্রামবাসীরা ব্যস্ত আঙুর চুরিতে। এমনই ঘটনা ঘটেছে বীরভূমের সদাইপুরের পানুরিয়া গ্রামে।
ঘটনাটি ঘটেছে গত শুক্রবার বীরভূমের সদাইপুরের নিকটস্থ পানুরিয়া গ্রামে। হাইরোডে গতিতে ছুটে আসা একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে হঠাত উল্টে যায় আণুর বোঝাই লরি। রাস্তার পাশের একটি গাছে ধাক্কা মেরে পাশের জমিতে উল্টে পড়ে আঙুরের লরি।
ঘটনায় গুরুতর জখম চালক। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসেন গ্রামবাসীরা, জখম চালককে হসপিটালে নেয়ার বদলে তাঁরা ব্যস্ত হয়ে পড়ে আঙুর লুটে। পাশে পড়ে কাতরাচ্ছে ড্রাইভার আর তারা মেতে এই অমানবিক পৈশাচিক আচরণে। মূহুর্তের মধ্যে এক লরি আঙুর গায়েব করে দেয় গ্রামবাসী।